বাউফলে কালিশুরি ডিগ্রি কলেজে মত বিনিময় সভা

বাউফলে কালিশুরি ডিগ্রি কলেজে মত বিনিময় সভা

বাউফল (পটুয়াখালী)  : পটুয়াখালীর বাউফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে উপজেলার কালিশুরি ডিগ্রি কলেজে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কালিশুরি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
 কালিশুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিশুরি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জাফর,সহকারি অধ্যাপক এ এন এম রেজাউল করি, সহকারি অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ , গভার্নিংবডির সদস্য আনোয়ার হোসেন খন্দকার,মোর্শেদা আক্তার, আবুবকর সিদ্দিক , ইউনুস খান ,অভিভাবক মারুফা বেগম,সেলিম সিকদার ,মো: বাবুল, মো: মোতালেব আকন ,মো: মনির মুন্সি ও দ্বাদশ শ্রেণির ছাত্র মো: আরিফুর রহমান  প্রমুখ।
 বক্তারা ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগি হওয়া ,নিয়মিত কলেজে আসা ,বাসায় লেখাপড়া করা অভিভাবকদের নিয়মিত খোঁজ খবর নেয়া ,নেশামুক্ত থাকা ও মোবাইল ফোনের অপকারিতা সম্পর্কে  বক্তব্য রাখেন।
 অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র নয়ন চন্দ্র ও হাবিবা আক্তার।